গাইবান্ধায় মঞ্জুরুল হাসান লিখন হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/08/IMG_20210808_160314.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
গাইবান্ধায় ফল ব্যবসায়ির সন্ত্রাসী হামলায় সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হাসান লিখনের হত্যার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ আগস্ট) সকালে লিখনের বন্ধুমহলের আয়োজনে পাবলিক লাইব্রেরী হল রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব রাজিব, জাসদ নেতা খাদেমুল ইসলাম খুদি, সাবেক ছাত্রনেতা ওয়াজেদ হাসান শাওন, আওয়ামী লীগ নেতা খান মুহাম্মদ সাঈদ হাসান জসীম, সুজন প্রসাদ সহ লিখনের বন্ধুমহল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বক্তারা বলেন, গত ৪ আগস্ট হকার্স মার্কেটে আমের দাম দর সংক্রান্ত তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মঞ্জুরুল হাসান লিখনের উপর অতর্কিত হামলা চালায় আসামীরা। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা সকল আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানাই।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন