গাইবান্ধায় ৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি
গাইবান্ধার শহরে অগ্নিকান্ডে ৪ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত হয়েছে। এতে প্রায় আড়াই লাখ টাকার মালামাল ক্ষতি হয়।
বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর আডাইটার দিকে আদর্শপাড়ার রেলগেট সংলগ্ন এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই সময় লক্ষণ কুমারের চায়ের দোকানের চুলা থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পাশের দর্জি, লন্ড্রি ও দুটি চায়ের দোকান ভস্মিভূত হয়। এরই মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় প্রায় আড়াই লাখ টাকার মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্থ চা দোকানি লক্ষণ কুমার জানান, চুলা থেকে কিভাবে আগুন লেগেছে সেটি আমার জানা নেই। এই আগুনের তান্ডপে আমার সব কিছু শেষ হয়ে গেছে।
এ ব্যাপারে গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, খবর পেয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছি। এখনো ক্ষয়ক্ষতির পরিমান নিরূপন করা হয়নি।
গাইবান্ধা পৌর মেয়র মতলুবর রহমান বলেন, অগ্নিকান্ডের ঘটনাটি পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন