গাইবান্ধা জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ৩১ সদস্য পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) গাইবান্ধা জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) রংপুর মেডিকেল কলেজ অডিটোরিয়াম এ স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) রংপুর বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী এবং মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন স্বাক্ষরিত স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) গাইবান্ধা জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়।
স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) গাইবান্ধা জেলা শাখার সভাপতি নির্বাচিত হন গাইবান্ধা জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মো. নরুজল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন বিএমএ গাইবান্ধা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা বিএমএ সেন্ট্রাল কাউন্সিলর, ইউএইচ এন্ড এপিও ফোরামের রংপুর বিভাগীয় সম্পাদক সম্পাদক ডা. শাহিনুল ইসলাম মন্ডল শাহিন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ডা. মো. শাহ্জাহান, ডা. অমল চন্দ্র সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শেখ সুলতান আহমেদ সোহেল, ডা. ইলতুতমিশ আকন্দ পিন্টু, কোষাধ্যক্ষ ডা. মো. সুলতানুল আরেফিন, সাংগঠনিক সম্পাদক ডা. মো. হারুন-অর-রশিদ, দপ্তর সম্পাদক ডা. মো. আসিফ-উল-রহমান, প্রচার সম্পাদক ডা. শাহ্ সুলতান নয়ন, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. ইমামুজ্জামান সোহাগ, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ডা. মো. মঞ্জুরুল হাসান সৌরভ, সমাজকল্যাণ সম্পাদক ডা. উদয় কর্মকার, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ডা. ফরহাদ আলী, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ডা. আশরাফুল আলম, সদস্য ডা. মো. মতিয়ার রহমান, ডা. মো. শহীদুজ্জামান হারুন, ডা. আনিসা করিম, ডা. মো. আব্দুস সোবহান, ডা. এটিএম মোস্তাফিজুর রহমান, ডা. দীপান্বিতা দাস, ডা. জীবন কৃষ্ণদাস, ডা. দেবাশীষ মন্ডল অঙ্কুর, ডা. অয়ন চন্দ্র মন্ডল, ডা. কানিজ ফাতেমা মনি, ডা. শিমুল তালকুদার, ডা. রাগিব হাসান চৌধুরী প্রতীক, ডা. ফরহাদ হাসান মারুফ, ডা. ইশতিয়াক আমীন অলীভ, ডা. সুরুঞ্জন কুমার ও ডা. শাহাদৎ হোসেন প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন