গার্মেন্টস কর্মীদের সুরক্ষার বাজেট চাইলেন বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগ

গার্মেন্টস কর্মীদের সুরক্ষার বাজেটে এমন ঘোষণা চেয়েছে বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগ।

গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি ও সদস্য: নিম্নতম মজুরি বোর্ড (গার্মেন্টস শিল্প সেক্টর) সিরাজুল ইসলাম রনি বলেছেন,গার্মেন্টস কর্মীদের সুরক্ষা এমন বাজেট দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশের ৫২তম প্রস্তাবিত বাজেট উত্থাপন শুরু করেছেন। বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৩টার দিকে জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন শুরু করেন তিনি।

এর আগে দুপুর ২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপনের অনুমোদন দেয়া হয়।

আকারের দিক থেকে চলতি অর্থবছরের তুলনায় আগামী অর্থবছরের বাজেট ১২ দশমিক ৩৪ শতাংশ বড়। চলতি অর্থবছর (২০২২-২৩) এ বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা, যা নতুন অর্থবছরে বেড়ে দাঁড়াবে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকায়।

বরাবরের মতো এবারও উত্থাপিত হতে যাচ্ছে ঘাটতি বাজেট। নতুন অর্থবছরে বাজেট ঘাটতি ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা, যা চলতি অর্থবছর ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা।