গুজরাটে কোচিংয়ে আগুন, ১৯ শিক্ষার্থী নিহত

ভারতের গুজরাট রাজ্যের সুরাটে শুক্রবার একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৯ শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।

আগুন থেকে প্রাণ বাঁচাতে বেশ কয়েকজন শিক্ষার্থী বহুতল ভবন থেকে লাফ দেয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সুরাটের সারথানা এলাকার ভবনটির নাম তক্ষশীলা আর্কেড বিল্ডিং। ওই বিল্ডিংয়ে একটি কোচিং সেন্টারে পড়তে গিয়েছিলেন বেশ কয়েকজন শিক্ষার্থী।

আচমকা আগুন লাগায় ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। ভয়ে প্রাণ বাঁচাতে উপর থেকে লাফ দেয় অনেকে।

ঘটনাস্থলে আগুন নেভাতে ১৮টি দমকল ইউনিট কাজ করছে। ভেতরে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার অভিযান শুরু হয়েছে।

জি নিউজ জানায়, ওই বহুতলের দ্বিতীয় তলে আগুন লাগে। সেখানেই একটি কোচিং সেন্টারের ক্লাস চলছিল বলে জানা গেছে।

সুরাটের পুলিশ কমিশনার সতীশকুমার মিশ্র জানিয়েছেন, নিহত বাড়তে পারে। কারণ, সব মিলিয়ে প্রায় ৪০ শিক্ষার্থী ঝাঁপ দিয়ে আহত হয়েছেন।

ঘটনার সঙ্গে সঙ্গেই তদন্তের নির্দেশ দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। এছাড়া নিহতদের পরিবারকে ৪ লাখ টাকা করে আর্থিক সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।