গৃহকর্মীর মৃত্যুতে উত্তাল বনশ্রী : গৃহকর্তা ও দারোয়ান আটক
গৃহকর্তার বাড়ি থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধারের পর স্থানীয় জনতার বিক্ষোভে উত্তাল হয়ে উঠে রাজধানীর বনশ্রী। বিক্ষুব্ধরা বলছেন, গৃহকর্তা তাকে হত্যা করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে বিক্ষুব্ধরা বনশ্রীর জি-ব্লকের চার নম্বর রোডের ওই সাততলা বাড়িটির সামনের রাস্তা অবরোধ করে। হামলা চালায় ওই বাড়িতে। রাস্তায় ভাঙচুর করে । একটি গাড়িও অাগুন দিয়ে পুড়িয়ে দেয়। এসময় পুলিশ এসে তাদের সরানোর চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষ বেধে যায়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ ।
পুলিশ জানিয়েছে, বাড়ির মালিক মুন্সী মইন উদ্দিন ও দারোয়ানকে আটক করা হয়েছে। মুন্সী মইন উদ্দিনের বাড়ির গৃহকর্মী লাইলী আক্তারকে (২৫) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে বাড়ির মালিক মইন উদ্দিন পুলিশের কাছে দাবি করেছেন, তিনি হত্যা করেননি। সকালে বাসায় কাজ করতে এসে একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন লাইলী। ডাকাডাকি করলে দরজা খুলছিল না। পরে বাড়ির ম্যানেজার এসে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলছে লাইলী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এসআই মো. বাচ্চু মিয়া জানান, গৃহকর্মী লাইলীর গলায় কালো দাগ অাছে। শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন