গোপালগঞ্জের মুকসুদপুরে জমজ দুই বোন দাওয়াতে এসে নদীতে গোসলে নেমে মৃত্যু

গোপালগঞ্জের মুকসুদপুরে জমজ দুই বোন চতুর্থ শ্রেণির মাদ্রাসার ছাত্রী হাসনা ও হেনা (১১) চাচার বিয়ের দাওয়াতে এসে নদীতে গোসল করতে নেমে হাসনা প্রানে বেচে গেলেও নিখোঁজের এক দিন পর হেনার মরদেহ উদ্ধার করা হয়।

রোববার (১৮ জুন) সকালে উপজেলার গোহালা ইউনিয়নের সিন্দিয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হেনা ওই এলাকার হাকিম মোল্যার মেয়ে। তারা ব্যবসার সুবাদে ঢাকায় বসবাস করতো ।

এলাকাবাসি ও পরিবার সূত্রে জানাযায়, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের সিন্দিয়াঘাট এলাকার হাকিম মোল্যা ঢাকা থেকে তার ছোট ভাই বাকির মোল্যার বিয়েতে জমজ দুই মেয়ে চতুর্থ শ্রেণির মাদ্রাসা পড়ুয়া হাসনা ও হেনা (১১) এবং পরিবার নিয়ে দাওয়াতে আসে । শনিবার দুপুরে বাড়ির পাশে মধুমতি নদীতে জমজ দুই মেয়ে হাসনা ও হেনা গোসল করতে নেমে পানিতে ডুবে যায় ।

এসময় এক মেয়ে হাসনা জীবিত উদ্ধার হলেও হেনা নিখোঁজ হয় । পরে অনেক খোঁজাখুঁজির পর নিখোঁজের এক দিন পর রোববার সকালে হেনার মরদেহ মধুমতি নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। সিন্দিয়াঘাট পুলিশ ফাড়িঁর ইনচার্জ আবদুল সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।