গোপালগঞ্জের মুকসুদপুরে বজ্রপাতে বড় ভাই নিহত, ছোট ভাই আহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/05/বজ্রপাত.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
গোপালগঞ্জের মুকসুদপুরে বজ্রপাতে বড় ভাই মোঃ ফোরকান (১৪) নিহত ও ছোট ভাই রায়হান (৪) আহত হয়েছে। গুরুতর আহত ছোট ভাই রায়হানকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৯টার সময় উপজেলার মোচনা ইউনিয়নের নওহাটা দক্ষিন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বড় ভাই স্থানীয় মাদ্রাসার ছাত্র (হাফেজ) মোঃ ফোরকান (১৪) ও গুরুতর আহত মোঃ রায়হান (৪) উপজেলার নওহাটা দক্ষিনপাড়া এলাকার আমিনুজ্জামান আলীর ছেলে ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকাল সাড়ে ৯টার সময় আপন দুই ভাই মোঃ ফোরকান ও ছোট ভাই রায়হান (৪) তাদের মায়ের সাথে বাবার জন্য ক্ষেতে খাবার নিয়ে যায় । এসময় হটাৎ বজ্রপাত ঘটলে আপন দুই ভাই মোঃ ফোরকান (১৪) ও ছোট ভাই রায়হান (৪) আহত হয় ।
গুরুতর আহত অবস্থায় তাদের দুই ভাইকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বড় ভাই ফোরকানকে মৃত ঘোষনা করে এবং ছোট ভাই রায়হানকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন । মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন