গৌরীপুরে সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম অন্তরের স্মরণসভা অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/06/IMG-20230614-WA0058-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ময়মনসিংহের গৌরীপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে শহীদুল ইসলাম অন্তরের ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয়।
বুধবার (১৪ জুন) বিকেলে উপজেলার শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে শহীদ স্মৃতি সংসদের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। কর্মসূচীগুলো হলো- কবর জিয়ারত, কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, স্মরণসভা ও দোয়া মাহফিল।
শহীদুল ইসলাম অন্তর অচিন্তপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, অচিন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভিপি ছিলেন।
শহীদ স্মৃতি সংসদের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম.নূরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, সাবেক জেলা পরিষদ সদস্য এইচ এম খায়রুল বাসার, মরহুমের ছেলে উষান, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ হাফিজ উদ্দিন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর মাসুদ মিয়া রতন, সাদেকুর রহমান সাদেক, সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন, শহীদুল হক সরকার, ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজিম উদ্দিন, গৌরীপুর সরকারী কলেজের সাবেক জি.এস মাজহারুল ইসলাম টুটুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলী ইকরাম রনি, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রাসিক, সাবেক ছাত্রনেতা নাজিমূল ইসলাম শুভ প্রমুখ। স্মরণসভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন