ঘাটতি ১ লাখ ১২ হাজার ২৭৫ কোটি টাকা
২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১ লাখ ১২ হাজার ২৭৫ কোটি টাকা ঘাটতি রয়েছে। যা জিডিপির (মোট দেশজ উৎপাদন) ৫ শতাংশের নিচেই থাকছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ: সময় এখন আমাদের’ শীর্ষক ২০১৭-১৮ অর্থবছরের বাজেট উত্থাপনকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা জানান।
এ সময় আগামী অর্থবছরের জন্যে ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, এ ঘাটতি জিডিপির (মোট দেশজ উৎপাদন) ৪ দশমিক ৬ মধ্যে থাকছে।
২০১৫-১৬ ও ২০১৪-১৫ অর্থবছরের বাজেট ঘাটতি ছিল ৫ শতাংশ। আর ২০১৩-১৪ এবং ২০১২-১৩ বছরে এ ঘাটতির পরিমাণ ছিল যথক্রমে ৪ দশমিক ৬ শতাংশ ও ৪ দশমিক ৮ শতাংশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বাজেটের মোট আকার হচ্ছে ৩ লাখ ৪০ হাজার ৬০৪ কোটি টাকা। সংশোধিত বাজেট হচ্ছে ৩ লাখ ১৭ হাজার ১৭৪ কোটি টাকা। এর মধ্যে ঘাটতির পরিমাণ হচ্ছে ৯২ হাজার ৩৩৭ কোটি টাকা। ঘাটতি পূরণ করতে বিদেশি ও অভ্যন্তরীণ ঋণের উপর নির্ভরশীল হয় সরকার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন