ঘুষি মেরে পাওনাদারকে মেরে ফেললেন দেনাদার
লক্ষ্মীপুরে পাওনা টাকা চাওয়ায় দেনাদারের মারধরে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের মুকতারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নবী উল্যা একই এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে।
স্থানীয়রা জানায়, উপজেলার মুকতারামপুর গ্রামের নবী উল্যার কাছ থেকে সম্প্রতি শাহ আলম মালামাল বাকি নেয়। শাহ আলম একই গ্রামের শহিদ উল্যার ছেলে।
মঙ্গলবার বিকেলে ফের ওই দোকানে বাকিতে মালামাল নিতে আসে শাহ আলম। এ সময় আগের পাওনা টাকা চাওয়াতে শাহ আলম দোকানির ওপর ক্ষিপ্ত হয়। এ নিয়ে দুইজনের মধ্যে হাতাহাতি হয়।
একপর্যায়ে বুকে ঘুষি মারলে দোকানি মাটিতে লুটে পড়ে। এ সময় দোকানে থাকা তার স্ত্রী রোকেয়া বেগম এগিয়ে এলে তাকে মারধর করা হয়। স্থানীয় লোকজন নবী উল্যাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্ত্রী রোকেয়া বেগম বলেন, পাওনা টাকা চাওয়ায় আমার স্বামীকে মারধর করা হয়। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ওই সময় আমাকেও মারধর করা হয়। এ ঘটনার বিচার চাই আমরা।
উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান হোসেন নান্নু বলেন, ঘটনাটি দুঃখজনক। দ্রুত ওই দোকানির হত্যাকারীকে গ্রেফতার করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাই।
এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ওসি লোকমান হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন