চট্টগ্রামের নিজামপুর মাওলানা আব্দুল গণি দাখিল মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজামপুর মাওলানা আব্দুল গণি (রহ:) দাখিল মাদরাসার ২৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১১ টায় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের উদ্যোগে মাদরাসা মিলনায়তন কক্ষে কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়।
মাদরাসা প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম মুজাহিদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক আনোয়ার আহম্মেদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন, ওয়াহেদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিজামপুর সরকারি কলেজ ছাত্র শিবিরের সাবেক সভাপতি রিয়াদ হোসেন রাসু, প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন শাহিন, সমাজসেবক ইউনুস নবী মিনার, মাদরাসা সুপার এম এ কাশেম, প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সহ সভাপতি মো. খায়ের উদ্দিন মাসুক, সহ সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন মাসুদ, নুরানী বিভাগের শিক্ষক মাওলানা মহিউদ্দিন। এসময় অভিভাবক হাফেজ নোমান, সহকারী সুপার এম এ মালেকসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন এবং দেশ ও সমাজ গঠনে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে নবীন ও কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন