চট্টগ্রামের মিরসরাইয়ে লোকালয়ে ধরা পড়লো বিরল প্রজাতীর ঈগল

মিরসরাইয়ে বিরল প্রজাতীর একটি ঈগল পাখি ধরা পড়েছে। উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী ৬ নম্বর ওয়ার্ড এলাকার ভূঁইয়াপাড়া গ্রামে পাখিটি দেখা যায়। শুক্রবার (২২ ডিসেম্বর) ঈগলটি অবমুক্ত করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে পাখিটি উড়ে এসে একটি পুকুরে পড়লে গ্রামের লোকজন পাখিটি উদ্ধার করে। পাখিটির ডানায় ও পায়ে ক্ষতের চিহ্ন রয়েছে।

স্থানীয় আলি রিয়াদ জানান, বৃহস্পতিবার বিকেলে আমাদের বাড়ির সামনের পুকুরে বিরল প্রজাতীর ঈগল পাখিটি উড়ে এসে পড়ে। পরে আমি পুকুর থেকে তুলে পাড়ে নিয়ে আসি। এরপর তার শরীরের কয়েকটি অংশে ক্ষত দেখে বায়োডিন ক্রিম লাগিয়ে গোয়াল ঘরে রাখি। এরপর শুক্রবার সকালে সবাই দেখতে আসে। সকালে শরীরের অবস্থা কিছুটা ভালো দেখে তাকে আকাশে অবমুক্ত করা হয়। তাঁর ধারণা পাখিটি কোন কিছুর সাথে আগাত পেয়ে পুকুরে পড়ে যায়।

স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শামসুদ্দোহা বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে আমার এলাকায় একটি বিরল প্রজাতীর ঈগল পাখি ধরা পড়েছে শুনেছি। পাখিটির শরীরের ক্ষত চিহ্ন রয়েছে। সম্ভবত কোন কিছুর সাথে আগাত পেয়ে নিচে পড়ে যায়। আজ সকালে অবমুক্ত করা হয়।

এ বিষয়ে মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ জানান, মায়ানী এলাকায় ঈগল ধরা পড়ার বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে দেখছি।