চট্টগ্রামের মিরসরাইয়ে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবো : নৌকার প্রার্থী রুহেল
‘এমপি নির্বাচিত হলে আমি সপ্তাহে দু’বার মিরসরাই আসবো। প্রতিটি মানুষের সমস্যা শুনে তা সমাধানের চেষ্টা করবো। যোগ্য জনপ্রতিনিধি হতে হলে মানুষের সাথে মিশতে হবে। উন্নয়ন হবে; তা অবশ্যই টেকসই উন্নয়ন হতে হবে। আমার বাবা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ৫৪ বছর আপনাদের সেবা করেছেন। আপনাদের পাশে ছিলেন। আমিও থাকবো।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহবুব উর রহমান রুহেল (নৌকা) ভোটারদের উদ্দেশ্য এমন প্রতিশ্রুতি দেন। সোমবার (১ জানুয়ারী) দিনব্যাপী ৯নং মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক করেন।
মাহবুব উর রহমান রুহেল আরো বলেন, ‘মিরসরাইতে তৈরী হচ্ছে দেশের সর্বৃহৎ অর্থনৈতিক অঞ্চল। তরুণদের জন্য আমি মিরসরাইতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করবো। সেখানে তরুণ বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের চেষ্ঠা করবো। শিক্ষিত তরুণদের জন্য মিরসরাইতে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গড়ে তুলবো। যাতে মিরসরাইয়ের কোন সন্তান পিছিয়ে না থাকে। মিরসরাইকে মাদকমুক্ত করবো। মাদকের বিরুদ্ধে মিরসরাইতে জিরো ট্রলারেন্স ঘোষণা করবো। মিরসরাইতে নৌকার প্রার্থী বিজয়ী না হলে সকল উন্নয়ন বাধাগ্রস্থ হবে বলেও মন্তব্য করেন তিনি।’
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ জসিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ দিদার, ৯নং মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম দিদার, সাবেক চেয়ারম্যান মোঃ এমরান উদ্দিন, ৯নং মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আমিনুর রহমান রুমেল, যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন বাবু, ছাত্রলীগ নেতা ফাহিম উল হুদা সহ নেতাকর্মীরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন