চট্টগ্রামের সাতকানিয়ায় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীকে অর্থদণ্ড
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/01/1643297160831.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
চট্টগ্রামের সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে এক চেয়ারমান ও এক মেম্বার পদপ্রার্থীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সাতকানিয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় সাতকানিয়া উপজেলার ১৭নং সোনাকাানিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জসীম উদ্দিনকে ১০ হাজার এবং একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের টিউবওয়েল প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুস ছবুরকে ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তোজ জোহরা বলেন, নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জসীম উদ্দিন কে এবং একই ইউনিয়নের মেম্বার পদপ্রার্থী আব্দুস ছবুরকে অর্থদণ্ড প্রদান করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন