চট্টগ্রাম ও নরসিংদীতে কম্পিউটার স্কিল ও ক্রেডিট ম্যানেজমেন্ট প্রশিক্ষণ

চট্টগ্রামে শুরু হল কম্পিউটার স্কিল বিষয়ক ৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স।
রবিবার সকালে জেলার মহিলা চেম্বারের কম্পিউটার ল্যাবে এ কর্মশালা শুরু হয়।
এটি যৌথভাবে আয়োজন করেছে ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প এবং চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি।
এতে ২৫ জন উদ্যোক্তাকে বিনামূল্যে বেসিক কম্পিউটার স্কিল, ই-মার্কেটিং এবং ই-কমার্স এর উপর প্রশিক্ষণ দেয়া হবে। কোর্সটি পরিচালনা করছেন প্রিজম প্রকল্পের জুনিয়ার এক্সপার্ট আকাশ ঘোষ। এটি চলবে ২৫ মার্চ পর্যন্ত।

এদিকে, নরসিংদীতে উদ্বোধন হয়েছে ক্রেডিট ম্যানেজমেন্ট ফর দ্যা এসএমসিআই শীর্ষক বিনামূল্যে এক প্রশিক্ষণ কর্মশালা।
ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প এবং ন্যাশনাল এসোসিয়েশন অফ স্মল কটেজ ইন্সটিটিউট অফ বাংলাদেশ নাসিব যৌথভবে এটি আয়োজন করেছে।
নরসিংদীর বিসিক কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালাটিতে ২৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করছেন।
এতে বিনামূল্যে ক্ষুদ্র ও কুটির শিল্পে ব্যবসা শুরু, ব্যবসা সম্প্রসারণ, ঋণ প্রাপ্তি, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে বিপননসহ ক্ষুদ্র ও কুটির শিল্পের পণ্য তৈরী থেকে বাজারজাত করণের যাবতীয় বিষয় শেখানো হবে।
২৫ মার্চ এ কর্মশালার সমাপনী শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেয়া হবে।

প্রিজম প্রজেক্ট এর কমিউনিকেশন এক্সপার্ট সেঁজুতি রহমান প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।