চাঁদপুরের হাজীগঞ্জে হিন্দু শাস্ত্রীয় পরিপন্থি আইন প্রনয়নের প্রচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্র কমিটির নির্দেশনা চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উক্ত মানববন্ধনে বক্তারা বলেন কতিপয় বিতর্কিত ব্যাক্তি ও এনজিওর পরামর্শে হিন্দু শাস্ত্রীয় পরিপন্থি আইন প্রনয়ন প্রচেষ্টার চলছে। এর প্রতিবাদে আমাদের নেতা কর্মী সব সময় পাশে ও মাঠে থাকবে। প্রয়োজন কেন্দ্রীয় কমিটির সকল নির্দেশনা বড় কোন আয়োজন থাকে তাতে চাঁদপুর জেলার সকল হিন্দু সম্প্রদায়ের পক্ষে সব সময় থাকবো।
শুক্রবার সকালে হাজীগঞ্জ শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ার সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, যুব মহাজোট, ছাত্র মহাজোটের উপজেলা শাখার আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ সম্পন্ন হয়।
ওইসময় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা সভাপতি রতন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক রঞ্জিত রায় চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কালু দত্ত, সাংগঠনিক সম্পাদক দ্বিপক রায়, সহ-সাংগঠনিক লিটন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত দাস।
যুব জেলা মহাজোটের সিনিয়র সদস্য সচিব শ্রীধাম দাস,জেলা ছাত্র মহাজোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাদল কুমার শিমুল, সাংগঠনিক সম্পাদক অনিক কুমার সাহা, হাজীগঞ্জ উপজেলা ছাত্র মহাজোটের সভাপতি প্রলয় সাহা, যুব মহাজোটের সভাপতি বিবেকানন্দ পাল বিবেক, সাধারণ সম্পাদক রাজিব সাহা, যুব মহাজোটের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র পাল, সদস্য রণজিৎ দাস প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন