চাঁদপুরে চুরি হওয়া ছয়টি মোটরসাইকেল ফেরত পেয়েছে মালিকেরা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/01/IMG_20240103_062458.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
চাঁদপুরে চুরি হওয়া ছয়টি মোটরসাইকেল ফেরত পেয়েছে মালিকেরা। চোরচক্রের কাছ থেকে উদ্ধারকৃত ১৩টি মোটরসাইকেলের ছয়টির মালিকের কাছে হস্তান্তর করেছে পিবিআই। ২রা জানুয়ারি মঙ্গলবার দুপুরে পিবিআই জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মোটরসাইকেল মালিকদের হাতে তাদের মোটরসাইকেল তুলে দেয়। আইনী জটিলতা ছাড়াও নিজেদের মোটরসাইকেল পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন মোটরসাইকেল মালিকরা।
পিবিআই পুলিশ সুপার মোস্তফা কামাল রশিদ জানান, এই চোরাই মোটরসাইকেল উদ্ধারকাজে নেমে এখন পর্যন্ত শতাধিক চোরের সন্ধান পেয়েছেন তারা। ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার ও ১৩ মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন