সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারতীয় ট্রাকের তেলের ট্যাংকি থেকে ফেনসিডিল উদ্ধার করলো এনএসআই

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারতীয় ট্রাকের তেলের ট্যাংকি থেকে ১৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই।

মঙ্গলবার (২ জানুয়ারী) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই ফেনসিডিল উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনাকারী এক কর্মকর্তা জানান, ভোমরা স্থলবন্দর এনএসআই কর্তৃক ভোমরা কাস্টমস এবং বন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় অভিযান পরিচালনা করে ভারতীয় আমদানিকৃত গমের ভূষির ট্রাকের (WB-25F-1867) তেলের ট্যাংকি থেকে ১৫৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক মূল্য ৩লাখ ১২হাজার টাকা। এ ঘটনায় ভারতীয় ট্রাকটি জব্দ করা হয়েছে। ওই ট্রাকের আনুমানিক মূল্য ৫০লাখ টাকা টাকা।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে ওই কর্মকর্তা জানান।