চাঁদপুরে দেবী সরস্বতী পূজোতে মন্ডপ পরিদর্শনে জেলা পূজা উদযাপন নেতৃবৃন্দ
চাঁদপুরে দেবী সরস্বতীর পূজো নির্বিগ্নে পালনে তমাল কুমার ঘোষের নেতৃত্বে মন্ডপ পরিক্রমায় ব্যস্ত সময় কাটিয়েছেন জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দিন রাত এ ব্যস্ততা অব্যাহত রাখেন নেতৃবৃন্দ। রাতে পুরানবাজারে জেলার সনাতনী নেতৃবৃন্দের সাথে পূজো মন্ডপ পরিক্রমায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব শর্মাসহ সঙ্গীয় ফোর্স।
এসময় চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ ছাড়াও আরও উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল সাহা, সহকারী কোষাধ্যক্ষ গনেশ চন্দ্র দে, সদস্য দুলাল হাওলাদার, মানিক ঘোষ, লিটন সাহা,জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার,সহ-সভাপতি মানিক লাল সাহা, সাধারণ সম্পাদক কার্তিক সরকার, সদস্য কানাই পোদ্দার, পৌর পূজা উদযাপন পরিষদের সদস্য রাম দাস, আর কে রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মন্ডপ পরিদর্শনকালে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ ‘হিলশা নিউজ’-কে বলেন, সুন্দরভাবে আমরা সরস্বতী পূজো করতে পেরেছি। এখন পূজো পরবর্তী ঐতিহ্যবাহী র্যালীটি সুন্দরভাবে করতে সবার সহযোগিতা চাই।
শুক্রবার বিকাল ৩টায় শহরের মুখার্জি ঘাট এলাকায় আশপাশের মন্ডপগুলো থেকে প্রতীমাসহ ভক্তরা জড়ো হবেন। পরে সুশৃঙ্খলভাবে প্রতীমাসহ র্যালীটি শহর প্রদক্ষিণের মধ্য দিয়ে আমরা এবছরের সরস্বতী পূজোর সম্পূর্ণ আনুষ্ঠানিকতা সমাপ্ত করতে চাই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন