চাঁপাইনবাবগঞ্জে মটরসাইকেল চুরির অভিনব ১৯টি চাবি উদ্ধার, আটক ১
চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত আড়াইটার সময় জেলার শিবগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামে অভিযান চালিয়ে ১টি ১৫০ সিসি এ্যাপাচি মটরসাইকেল উদ্ধার করা হয়। এসআই (নিরস্ত্র) মোঃ আসগর আলীর নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।
এর আগে গত ২৫ ডিসেম্বর সোমবার বিকালে রাজশাহী জেলাধীন রাজপাড়া থানার কেশবপুর গ্রামের মোঃ কাউছার আলীর পুত্র মোঃ মহাব্বত আলী রয়েল (২৭)কে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন সার্কিট হাউজ মেইন গেটের সামনে থেকে বিশেষ কায়দায় তৈরি বিভিন্ন ব্রান্ডের মটরসাইকেলের ১৯ (উনিশ)টি নকল চাবি (মাস্টার কী) সহ গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতার মহাব্বত আলী রয়েলের দেওয়া তথ্যে অভিযানটি পরিচালনা করে মটরসাইকেলটি উদ্ধার করা হয়। বেশ কিছুদিন যাবৎ চাঁপাইনবাবগঞ্জ জেলায় মটরসাইকেল চুরির ঘটনা খুবই বৃদ্ধি পেয়েছে। জানা যায়, চক্রটি জেলায় বেশ তৎপর।
অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, এ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে এবং উক্ত ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন