চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে ৪০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর ৯৩ সাঁজোয়া ব্রিগেডের ব্যবস্থাপনায় ১১ পদাতিক ডিভিশন এবং বগুড়া এরিয়া’র সৌজন্যে ৯ বীর (মেকানাইজড) এর আয়োজনে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে ৪০০ দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ জানুয়ারি) বেলা ১২টায় মহারাজপুর ইউনিয়নের কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৯৩ সাঁজোয়া ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মহসিন রেজা, এএফডব্লিউসি, পিএসসি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর (মেকানাইজড) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ খালেকুজ্জামান, পিএসসি, মেজর মোঃ রাগীব আসেফ, লেঃ সৈয়দ রিজওয়ান আহমেদ অনিম।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন