নওগাঁর বদলগাছীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

আজ ১০ জানুয়ারি বুধবার নওগাঁর বদলগাছীতে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

গতকাল মঙ্গলবার রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর ওয়েবসাইট থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় বদলগাছীতে তীব্র শীত অনুভূত হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও বিকেল থেকে হিমেল হাওয়া ও সকাল-সন্ধ্যা কুয়াশা থাকায় শীত অনুভূত হচ্ছে। কয়েক দিন ধরে সকাল আটটা পর্যন্ত ঘন কুয়াশার কারণে রাস্তাঘাটে হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করতে দেখা গেছে।

বদলগাছি আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় কয়েক দিন ধরেই তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে।