চাটখিলে সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে সাংবাদিক সমাজের মানববন্ধন
জামালপুরের বকশিগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে নোয়াখালীর চাটখিলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাংবাদিক সমাজ।
২১ জুন (বুধবার) দুপুর সাড়ে ১২টার দিকে চাটখিল উপজেলা প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করা হয়।
এ সময় বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যার মাস্টার মাইন্ড ইউপি চেয়ারম্যান বাবু ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়েছিলেন। কিন্তু সেই মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত তা খারিজ করে দেন।
কিন্তু মামলা খারিজের কয়েক ঘণ্টার মধ্যেই চেয়ারম্যান বাবু নিজে উপস্থিত থেকে সাংবাদিক নাদিমকে নৃশংসভাবে হত্যা করে। সাংবাদিকদের নিরাপত্তা কোথায়? সঠিক সংবাদ প্রকাশ করেও সাংবাদিক নাদিমকে প্রাণ দিতে হয়েছে।
সাংবাদিক নাদিমের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করায় বক্তারা স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে চাটখিলের ৪ টি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও চাটখিলে কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন