চুয়াডাঙ্গায় চোরাকারবারিদের হামলায় ২ বিজিবি সদস্য আহত
চুয়াডাঙ্গায় চোরাকারবারীদের হামলায় দুই বিজিবি সদস্য আহত হয়েছে। দর্শনা সীমান্তে চোরাচালানীর মালামাল আটক করার সময় তাদের হামলার শিকার হয়ে সুলতানপুর ক্যাম্পের দুই বিজিবি সদস্য আহত হয়। সেসময় এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যার দিকে ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শনিবার (১৫ জুলাই) দর্শনায় থানায় ১৪ জন মাদক ব্যবসায়ীর নামে সুলতানপুর ক্যাম্পের নায়েক সুবেদার দুলাল আহম্মেদ মামলা দায়ের করেছেন।
সুলতানপুর ক্যাম্পের বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পারে নাস্তিপুর গ্রাম দিয়ে মাদক পাচার হবে। সেসময় টহলদল শুক্রবার বিকেলে সীমান্তের নাস্তিপুর কবরস্থানের কাছে অবস্থান নেয়। পরপর বিজিবি সদস্যদের দেখে বেশ কয়েকজন ব্যক্তি সীমান্তের দিকে পালানোর চেষ্টা করলে বিজিবির টহলদলের সদস্যরা দৌড়ে তাদের ৩/৪ জনকে জাপটে ধরে। সেসময় বিজির হাত থেকে বাঁচতে চোরাকারবারিরা বিজিবির নায়েক আ: হাকিম ও সৈনিক মেহেদি হাসানকে আঘাত করে পালিয়ে যায়।
ওইদিন রাতে নবিউল হককে (৩৫) বিজিবি আটক করে দর্শনা থানায় সোপর্দ করে। সে নাস্তিপুর গ্রামের আ: বাতেনে ছেলে।
দর্শনা থানার ওসি মো: ফেরদৌস ওয়াহেদ জানান, মামলা হয়েছে; আসামি আটকের জোর চেষ্টা চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন