চুয়াডাঙ্গায় ডলার ও ইউরোসহ ১জন আটক

চুয়াডাঙ্গার ১ লাখ ৪৩ হাজার ১০০ ইউএস ডলার ও ১০ হাজার ইউরোসহ একজনকে আটক করেছে বিজিবি।

শনিবার (৩ জুন) ভারত থেকে দর্শনা চেকপোস্ট দিয়ে আসার সময় তাপস শেখ (২৭) নামে এক পাসপোর্টধারী যাত্রীর কাছ থেকে ডলার ও ইউরো উদ্ধার করা হয়। যার মূল্য বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১ কোটি ৬৯ লাখ টাকা। আটককৃত তাপস শেখ রাজধানীর যাত্রাবাড়ী এলাকার জালাল উদ্দিনের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, ভারত থেকে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা পাচার হবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দর্শনা চেকপোস্টের আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জলিলের নেতৃত্বে অবস্থান নেয় বিজিবিব টহল দল।

সে সময় ভারত থেকে আসা তপন শেখকে সন্দেহ হলে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে ১ লাখ ৪৩ হাজার ১০০ ইউএস ডলার, ১০ হাজার ইউরো এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্ণেল সাঈদ জাহিদুর রহমান বলেন, আসামিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।