চুয়াডাঙ্গায় পাচারকারীসহ ২০টি স্বর্নের বার জব্দ

চুয়াডাঙ্গায় দুই কেজি ৩৪১ গ্রাম স্বর্ন জব্দ করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। বুধবার (২৪ মে) দামুড়হুদার বারাদী সীমান্তের নাস্তিপুর গ্রাম থেকে ২০টি স্বর্নের বার জব্দ করা হয়।
সেসময় পাচারকাজে জড়িত থাকার সন্দেহে শাহানারা খাতুনকে (৪৮) আটক করেছে বিজিবি।

আটক শাহানারা দামুড়হুদা উপজেলার দর্শনা থানার নাস্তিপুর গ্রামের মৃত আবুল কাশেমের স্ত্রী। এ ব্যাপারে দর্শনা থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছিল বলে বিজিবি’র পক্ষ থেকে জানা গেছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র পরিচালক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, দুপুরে বারাদী সীমান্ত দিয়ে ভারতে স্বর্নের বার পাচার হবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বারাদী সীমান্তের ৭৯ মেইন পিলারের ৬ সাব পিলারের আনুমানিক ১কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর গ্রামের জোড়া কবরস্থান এলাকায় ওৎ পেতে ছিল বিজিবির সদস্য।

সেসময় একটি অটোরিকশায় করে শাহানারা (৪৮) যাত্রীবেশে আসছিল। তাকে সন্দেহ হলে অটোরিকশাকে থামানো হয়। পরে যাত্রী শাহানারাকে তল্লাশি করে তার কাছ থেকে দুটি প্যাকেটে ২০টি স্বর্নের বার উদ্ধার করে সদস্যরা। সেসময় বিজিবি সদস্যরা শাহানারাকে আটক করেন।