চুয়াডাঙ্গায় বৈদ্যুতিক তারে জড়িয়ে এক শিশু মারাত্মক আহত
চুয়াডাঙ্গায় রাবেয়া খাতুন (১০) নামের এক শিশুর শরীরে বৈদ্যুতিক তারে জড়িয়ে মারাত্মকভাবে আহত হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে এ ঘটনায় তার শরীরের বিভিন্ন অংশে পুড়ে গুরুতরভাবে আহত হয়।
দামুড়হুদার বিষ্ণুপুরে নিজ বাড়ীতে এ দুর্ঘটনা ঘটলে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি দেখা দেয়ায় ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে রেফার্ড করা হয়। আহত শিশু রাবেয়া খাতুন দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের স্কুলপাড়ার কামরুল মোল্লার মেয়ে।
জানা গেছে, বৃহস্পতিবার নিজ বাড়ির দোতালায় উঠে খেলা করছিল শিশু রাবেয়া। সেসময় অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তারে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে শরীরের পিঠ, বুক ও শ্বাসনালী পুড়ে গেছে।
রাবেয়ার শরীরের অধিকাংশ জায়গায় মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় ছটফট করতে থাকলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেয়ার পরামর্শ দেন ডাঃ এহসানুল হক তন্ময়।
দ্রুত পরিবারের লোকজন ঢাকায় নিয়ে গিয়ে সেখানে ভর্তি করেন। সর্বশেষ জানা মতে ওই শিশুকে আইসিইউতে রাখা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন