চুয়াডাঙ্গায় ছেলের লাঠির আঘাতে পিতা জখম

সমাজে বর্তমানে ৬ জনের মধ্যে ৪ জনেই বিভিন্ন কারণে মারামারিতে লিপ্ত হচ্ছে। হিংসাহিংসি,আধিপত্য বিস্তার, রাজনৈতিক, জমিজমা বিরোধ, উচ্ছৃক্সখলতা ও ব্যবসায়ীক স্বার্থসহ বিভিন্ন কারণেই প্রতিটাদিন কোথাও না কোথাও ঝগড়া মারমারিসহ খুন জখমের মত ঘটনা ঘটছে। বিচার আইনের কঠোরতা না থাকাসহ আইনের ফাঁকফোকর এবং আইনশৃক্সখলার প্রতি মানুষের বিরূপ ধারণা থাকায় ওইসব অপরাধগুলি বন্ধ হচ্ছে না। যার অংশ হিসেবে পিতাকে গুরুতরভাবে জখম করে হাসপাতালে পাঠিয়েছে ঔরষজাত পুত্র শামীম হোসেন।

শুক্রবার (৩ মার্চ) বেলা ১২ টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর গ্রামের এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শহর আলী হাসপাতালে ভর্তি হওয়া অবস্থায় তিনি বলেন, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে ছেলে শামীম এর সাথে ঝামেলা চলছিল। সেই বিরোধের জের ধরে ছেলে পিতা শহর আলীকে লাঠি দিয়ে হাতে গায়ে পায়ে পিটিয়ে গুরুতর জখম করে আহত করে শামীম হোসেন।

সেসময় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

এ বিষয়ে ডাঃ জোবাইদা খাতুন জয়া বলেন, তিনি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আহত হওয়ায় তাকে ভর্তি রাখার পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে দামুড়হুদা মডেল থানার এস.আই তৌহিদ বলেন, মারামারি ঘটনা শোনা গেছে। তবে তাদের পক্ষ থেকে অভিযোগ বা মামলা আসেনি।