চুয়াডাঙ্গায় বিজিবির হাতে ১০টি স্বর্ণের বারসহ আটক-১

চুয়াডাঙ্গায় চ্যালেঞ্জ করে এক চোরকারবারীর কাছ থেকে সোনার বার উদ্ধার করেছে বিজিবি।

সোমবার (১৬ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনার বারাদি সীমান্তের নাস্তিপুর কবরস্থানের পাশ থেকে ইমন আলী (২৮) নামের এক চোরকারবারী কাছ থেকে ১০টি সোনার বারসহ তাঁকে আটক করা হয়। সে একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, দর্শনার নাস্তিপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের চালান পাচার হবে, এমন গোপন সংবাদের ভিত্তিতে নাস্তিপুর গ্রাম এলাকায় অভিযান চালায় বারাদি বিওপির টহল দল। সেসময় ওই চোরাকারবারিকে সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। পরে তিনি ধরা খাওয়ার ভয়ে দৌড় দিলে তাকে ধাওয়া করে আটক করে বিজিবি।

পরে তার দেহ তল্লাশি করে জুতার ভেতর থেকে টেপে মোড়ানো ১০টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ১৬৪ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৯৩ লাখ ৩৫ হাজার ৫৭৬ টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক শাহ মোহাম্মদ ইশতিয়াক জানান, গোপন সংবাদে জানতে পারি নাস্তিপুর গ্রাম হয়ে ভারতে সোনা পাচার হবে। পরে বারাদি বিওপির টহল দল সেখানে অভিযান চালিয়ে সোনার বারসহ চোরাকারবারীকে আটক করা হয়।