চুয়াডাঙ্গায় ভুট্টাক্ষেত থেকে দুই বৃদ্ধের লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার দর্শনা থানার পরাণপুর গ্রামের মাঠের আলাদা দুটি স্থান থেকে দুই বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১২টার দিকে গ্রামের বেতেগাড়ি মাঠ ও ঘরাভাঙ্গা বেড়ার মাঠ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। এরমধ্যে একটি লাশের পাশ থেকে বিষের বোতল উদ্ধার করেছে পুলিশ।

নিহতেরা হলেন দর্শনা থানা এলাকার সড়াবাড়িয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে শওকত আলী (৬৫) ও পরাণপুর গ্রামের মৃত গোলাম জোয়ার্দ্দারের ছেলে হাফিজুর রহমান জোয়ার্দ্দার (৫৬)।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীর জানান, পরাণপুর মাঠের কৃষকদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ধারণা করা হচ্ছে, শওকত আলী বিষপানে আত্মহত্যা করেছে এবং হাফিজুর রহমান জোয়ার্দ্দার মাঠে ঘাস কাটার সময় স্ট্রোক করে পড়ে যায়। এসময় তার হাতের কাস্তেতে কপালে ক্ষত সৃষ্টি হয়।

ওসি আরো জানান, নিহতদের মধ্যে শওকাত আলী গত শনিবার বাড়ি থেকে রাগারাগি করে বেরিয়ে যায় এবং হাফিজুর রহমান রবিবার দুপুরে ঘাস কাটার কথা বলে বাড়ি থেকে বের হয়।

লাশ দুটি ভূট্টাক্ষেতের মধ্যে পড়ে থাকায় দীর্ঘসময় বিষয়টি কারো নজরে আসেনি।