চুয়াডাঙ্গায় ২০ হাজার ইউএস ডলার জব্দ করলো বিজিবি

ঈদকে সামনে রেখে মাদক ও স্বর্ণ চালানসহ বেড়েছে বিভিন্ন চোরা চালান। সেই লক্ষ্যে পাচারকারীদের প্রতিরোধে সোচ্চার রয়েছে বিাজবি। এরই অংশ হিসেবে চুয়াডাঙ্গায় ২০ হাজার ইউএস ডলার জব্দ করা হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) দামুড়হুদা উপজেলার দর্শনার ফুলবাড়ী সীমান্তের ফুলবাড়ী গ্রাম থেকে ওই ডলারগুলো উদ্ধার করে ফুলবাড়ী ক্যাম্পের বিজিবি সদস্যরা।

এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান জানান, ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারতে ইউএস ডলার পাচার হবে। এমন গোপন সংবাদ পেলে ফুলবাড়ী সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েব সুবেদার এনামুল কবিরের নেতৃত্বে সীমান্ত পিলার-৮৬ শূন্য রেখা থেকে দেড় কিলোমিটার বাংলাদেশের ভিতরে ফুলবাড়ী মাঠের মধ্যে অবস্থান করে বিজিবি সশস্ত্র টহল দল। সেসময় অজ্ঞাত এক ব্যক্তি ব্যাগ হাতে ফুলবাড়ী মাঠের মধ্যে দিয়ে পাশের গ্রামের দিকে যাচ্ছিল। সন্দেহ হলে বিজিবি টহলদল তাকে গতিরোধ করার চেষ্টা করলে সে তার হাতে থাকা ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যান।

পরে ব্যাগটি জব্দ করা হলে তল্লাশি করে ব্যাগের মধ্যে থাকা ২টি বান্ডিল ১০০ করে ২০০ মোট ২০ হাজার ইউএস ডলার জব্দ করা হয়।

এ ব্যাপারে দর্শনা থানায় মামলা দায়ের করে জব্দ করা ইউএস ডলার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম চলমান।