চ্যানেল টোয়েন্টিফোরের বরকতময় রমজান-এ অতিথি মোমিন মেহেদী
চ্যানেল টোয়েন্টিফোরের ‘বরকতময় রমজান’-এ বৃহস্পতিবার অতিথি হিসেবে কথা বলবেন নতুনধারার রাজনীতিক ও দৈনিক পূর্বাভাস-এর ভারপ্রাপ্ত সম্পাদক কলামিস্ট মোমিন মেহেদী।
ইসলামী বক্তা মাওলানা বায়েজীদ হোসাইন সালেহর পরিকল্পনা ও উপস্থাপনায় ২৪ রমজান, ৪ এপ্রিল বিকেল ৩ টা ৪০ মিনিটে প্রচারিতব্য ‘বরকতময় রমজান’-এ গণমাধ্যম ব্যক্তিত্ব মোমিন মেহেদী পবিত্র কোরআন ও হাদীস শরীফের আলোকে সমাজসেবা বিষয়ে আলোকপাত করবেন।
উল্লেখ্য, মোমিন মেহেদী ১৯৯৫ সাল থেকে দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা, সংগঠন ও সমাজসেবার সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি ২০০০ সালে শিক্ষা-সাহিত্য-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবি সংগঠন সাউন্ডবাংলা, ২০০৪ সালে ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্র অধিকার আন্দোলন জোট, ২০০৭ সালে আকাশ-সড়ক- রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার লক্ষ্যে সেভ দ্য রোড, ২০১০ সালে বাংলাদেশ প্রেস ইউনিটি এবং ২০১২ সালে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক প্লাটফর্ম নতুনধারা বাংলাদেশ এনডিবি প্রতিষ্ঠা করেন।
দৈনিক দক্ষিণাঞ্চল, সত্য সংবাদ, ইনকিলাব, যুগান্তর, সমকাল, সমাচার, খবরপত্রসহ বিভিন্ন দৈনিকে সাংবাদিকতার অভিজ্ঞতা নিয়ে বর্তমানে তিনি ৩০ বছরের ঐতিহ্যবাহী গণমাধ্যম দৈনিক পূর্বাভাস-এর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০০৪ সালের আলোচিত উপন্যাস- ডিভোর্স, ভাষ্কর্য এপিঠ ওপিঠ(২০২২)সহ ৬৭ টি গ্রন্থ প্রকাশিত হয়েছে মোমিন মেহেদীর।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন