ছাগল চরাতে গেলে গৃহবধূকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার
সাতক্ষীরা সদরে বিলে ছাগল চরাতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূর দায়ের করা মামলায় মামুন হোসেন (২৬) নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সদর উপজেলার পরানদহ গ্রামের নিজ বাড়ি থেকে বুধবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। মামুন হোসেন পরানদহ গ্রামের মাহবুবর রহমানে ছেলে।
ধর্ষিতার স্বামী জানান, বুধবার দুপুরে তার স্ত্রী রইচপুর বিলে ছাগল চরাতে যান। এ সময় মৎস্য ঘেরে ছিলেন মামুন হোসেন। তার স্ত্রীকে একা পেয়ে জোরপূর্বক ঘেরে নিয়ে ধর্ষণ করে মামুন। বাড়ি ফিরে এ ঘটনা স্বামীকে জানান ওই গৃহবধূ। পরে তাকে উদ্ধার করে সদর থানায় নিয়ে গেলে পুলিশ তাকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে ভর্তি করতে বলেন। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে মামুন হোসেনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, ধর্ষিতা বাদী হয়ে রাতে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলা নম্বর ১২। এ মামলায় ধর্ষক মামুন হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন