ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন ঠাকুরগাঁও পীরগঞ্জের তাজরিয়ান
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সন্তান তাজরিয়ান। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক ওয়ালী আশিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তাঁকে সদস্য মনোনীত করার পর পীরগঞ্জ উপজেলায় তার পরিবার, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে বইছে আনন্দ ও উচ্ছ্বাসের হাওয়া।
তিনি গত কমিটিতে (আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য) এর সময় শৃঙ্খলা উপ কমিটির ৩০ তম জাতীয় সম্মেলনে ছাত্রলীগের সদস্য ছিলেন ।
কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য তাজরিয়ান ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৬ নং পীরগঞ্জ ইউনিয়নের বিরহলী গ্রামের সাবেক শ্রমিকলীগ নেতা মরহুম রায়হান হাবিব ও পারভীন সুলতানার একমাত্র সন্তান ।
অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে তারজিয়ান বলেন, বিভিন্ন সংকটকালীন সময়ে ছাত্রলীগের কর্মী হিসেবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আন্দোলন সংগ্রামে সর্বদা সচেষ্ট থাকবো ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন