ছিনতাইয়ের স্পট চিহ্নিত, টানাপার্টির ৯৮ শতাংশই মাদকাসক্ত

রাজধানীতে হঠাৎ ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধির পেছনে রয়েছে ছিঁচকে অপরাধীরা। তারা পথচারী ও যাত্রীদের ব্যাগ, টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

‘টানাপার্টি’ নামে পরিচিতি এ ধরনের ছিনতাইকারীদের ৯৮ শতাংশই মাদকাসক্ত। তারা মাদকের টাকার জন্যই ছিনতাই করে। রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছিনতাই ও দস্যুতায় জড়িত থাকার অভিযোগে ৫৬ জনকে গ্রেপ্তারের পর এমনটি দাবি করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত মঙ্গলবার রাতে কিছু দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বলেন, টানা পার্টির এক সদস্যের কারণে মায়ের কোল থেকে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মিডিয়া ছিনতাইয়ের ঘটনা নিয়ে রিপোর্ট করেছে। আমরা সে রিপোর্ট গুরুত্ব দিয়ে বিষয়টি নিয়ে কাজ করেছি।

প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর ভোরে দয়াগঞ্জ রেল লাইনের কাছে ছিনতাইকারীর কবলে পড়ে ছয় মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। সাম্প্রতিক সময়ের ছিনতাইয়ের চিত্র নিয়ে ১৯ ডিসেম্বর কালের কণ্ঠ প্রধান প্রতিবেদন প্রকাশ করে।

অন্যান্য গণমাধ্যমেও ছিনতাই নিয়ে বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত হয়।

ডিবির কর্মকর্তারা বলেন, সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে প্রচারিত খবরের পরিপ্রেক্ষিতে রাজধানীর ছিনতাইয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই মধ্যে ছিনতাইয়ের স্পটগুলো শনাক্ত করেছে ডিবি। ছিনতাইকারীদের ধরতে নিয়োমিত অভিযানও চালানো হবে।

ডিবির যুগ্ম কমিশনার আরো বলেন, ছিনতাই পার্টি যেসব স্পটে সক্রিয়, সেগুলো আমরা চিহ্নিত করতে পেরেছি। এগুলোর মধ্যে যাত্রাবাড়ীর বস্তি এলাকা, কমদমফোয়ারা, মৌচাকসহ কয়েকটি এলাকায় বেশি হচ্ছে। এসব স্পটে আমাদের অভিযান অব্যাহত থাকবে।