জঙ্গির গুলিতে বাবার মৃত্যু, মেয়ের কান্নায় কেঁপে উঠলো দেশ

জঙ্গির গুলিতে মৃত্যু হয়েছে ভারতের কাশ্মীরের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর আব্দুল রশিদের। সোমবার অনন্তনাগের রাস্তায় গুলি করে হত্যা করা হয় তাকে। তার শেষযাত্রায় মেয়ের কান্নাভরা মুখের যে ছবি দেখ আগিয়েছে তাতে রীতিমত কেঁপে উঠেছে ভারতবাসী।

ছোট্ট জোহরার কান্না নাড়িয়ে দিয়েছে দেশের মানুষের হৃদয়। আর তাকে উদ্দেশ্য করে বিশেষ বার্তা দিল কাশ্মীর পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে জোহরার ছবি। তার চোখ বলে দিচ্ছে, বাবার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না সে। সেই ছবি পোস্ট করা হয়েছে কাশ্মীর পুলিশের ডিআইজি-র পেজে। তার প্রতি সমবেদনা জানানো হয়েছে।

লেখা হয়েছে, ‘তোমার চোখের জল সবাইকে নাড়িয়ে দিয়েছে। তবে তোমার বাবার এই আত্মত্যাগ মনে রাখবে সবাই। তোমার এখনও পর্যন্ত বোঝার বয়স হয়নি যে কেন এটা ঘটল। তোমার বাবা কাশ্মীরের পুলিশের আত্মত্যাগের প্রতীক। যারা তাঁকে হত্যা করেছে তারা সবাই মানবতার শত্রু।’

সোমবার বেলা সাড়ে ১২টা নাগাদ অনন্তনাগের রাস্তায় ঘটনাটি ঘটে। আব্দুল রশিদের পেটে এসে লাগে ওই গুলি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করার পর তার মৃত্যু হয়।