অনুষ্কা-পরমব্রতর ছবির সেটে মারাত্মক দুর্ঘটনা, তারকাদের সামনেই মৃত্যু

ফেডারেশন-প্রোডিউসার দ্বন্দ্বে বেশ কিছুদিন এই ছবির শ্যুটিং আটকে ছিল। জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত এই সপ্তাহের গোড়া থেকে ছবির শ্যুটিং কলকাতায় শুরু হয়।

কলকাতায় অনুষ্কা শর্মা অভিনীত সিনেমার শ্যুটিংয়ে বড়সড় দুর্ঘটনা। যার জেরে প্রাণ গেল এক টেকনিশিয়ানের। ঘটনার সময়ে সেটেই ছিলেন অনুষ্কা শর্মা। বাঙালি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ও সেই সময়ে সেটে উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার বানতলার কাছে কোরোলবেড়িয়াতে মঙ্গলবার রাতে একটি বড় বটগাছকে ঘিরে ‘পরী’ ছবির শ্যুটিং চলছিল। সেই সময়ে আলো লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন শাহ আলম নামে এক ইলেক্ট্রিকাল টেকনিশিয়ান। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিউ টাউনের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও, আহত টেকনিশিয়ানকে বাঁচানো যায়নি। মৃত ওই টেকনিশিয়ান উত্তর প্রদেশের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার পরেই শ্যুটিং বন্ধ হয়ে যায়। কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছয়। আহত ওই টেকনিশিয়ানের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

সূত্রের খবর, ওই এলাকায় বিশাল ওই বটগাছ থাকার জন্যই জায়গাটিকে ছবির শ্যুটিংয়ের জন্য বাছা হয়েছিল।

ফেডারেশন-প্রোডিউসার দ্বন্দ্বে বেশ কিছুদিন এই ছবির শ্যুটিং আটকে ছিল। জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত এই সপ্তাহের গোড়া থেকে ছবির শ্যুটিং কলকাতায় শুরু হয়। বানতলা ছাড়াও উত্তর কলকাতাতেও ছবির শ্যুটিং হওয়ার কথা। কিন্তু শ্যুটিং শুরু হতেই বড়সড় অঘটন ঘটে গেল।-এবেলা