জাতীয় নির্বাচন নিয়ে সংশয় কেটে গেছে : এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয় কেটে গেছে। একসময় আমার হাত-পা বাঁধা ছিল। এখনও বাধা। হাত-পা বাঁধা থাকলেও সংশয় নেই।’
শনিবার (২৭ অক্টোবর) রাজধানীর বনানীতে ডিজিটাল পদ্ধতিতে দলের নির্বাচনি প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেছেন, ‘নির্বাচনের জন্য জাতীয় পার্টি সম্পূর্ণ প্রস্তুত। জাতীয় পার্টি এখন অনেক বেশি শক্তিশালী রাজনৈতিক দল। বিএনপি এলে এক ধরনের পরিকল্পনা, আর না এলে আমাদের ৩০০ আসনেই নির্বাচনের জন্য প্রস্তুতি আছে।’
জাপা চেয়ারম্যান বলেন, ‘জাতীয় পার্টি নির্বাচনের জন্য প্রস্তুত। এবারে নির্বাচনি প্রচারণার স্লোগান পল্লী বন্ধুর হাত ধরে দেশ শাসনে আরেকবার। এ স্লোগানের মধ্য দিয়ে আমার নির্বাচনি প্রচারণা চলবে। নির্বাচনি প্রচারণায় জাতীয় পার্টির ৯ বছরের শাসনামলের কর্মকাণ্ড তুলে ধরা হবে।’
প্রার্থী মনোনয়ন বিষয়ে এরশাদ বলেন, ‘অল্পদিনের মধ্যেই মনোনয়ন বোর্ড গঠন করা হবে। প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হবে। জাপা আগের থেকে অনেক শক্তিশালী হয়েছে। আগামী নির্বাচনে জাতীয় পার্টি ভালো রেজাল্ট করবে।’
দলের ডিজিটাল প্রচারণার বিষয়ে তিনি বলেন, ‘প্রতিদিন সাড়ে চার কোটি মানুষের কাছে প্রতিদিন জাতীয় পার্টির কর্মকাণ্ড তুলে ধরা হবে। গুগলে একটি প্ল্যাটফর্ম থাকবে যেখানে ক্লিক করলে জাতীয় পার্টির উন্নয়নের চিত্র ভেসে আসবে।’
এসময় ডিজিটাল ডিভাইস ব্যবহারে বিভিন্ন কনন্টেন্ট গণমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরেন এরশাদের তথ্য, প্রযুক্তি এবং রাজনৈতিক উপদেষ্টা শফিউল্লাহ আল মুনির।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতিদিন চার কোটি ভোটারের কাছে জাতীয় পার্টির প্রচারণা এবং এরশাদের কথা তুলে ধরা হবে। ৪০ জন আইটি বিশেষজ্ঞ প্রতিদিন ৩ শিফটে ভাগ হয়ে ২৪ ঘণ্টাই ডিজিটাল প্রচারণা চালাবে।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আখতার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন