জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/07/043.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।
এর আগে সকালে লিবারেল ডেমোক্রেটিক পার্টির এক শীর্ষ নেতা আবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
জাপানের জাতীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে’র বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, দেশটির পশ্চিমাঞ্চলীয় নারা শহরে বক্তব্য দেওয়ার সময় সাবেক প্রধানমন্ত্রী আবেকে লক্ষ্য করে পেছন থেকে দুইবার গুলি চালায় হামলাকারী। এ সময় বুকের বাম পাশে ও ঘাড়ে গুলিবিদ্ধ হন আবে।
এ ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারীকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।২০১২ থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন শিনজো আবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন