শিনজো আবের ওপর গুলিবর্ষণকারী কে এই তাৎসুইয়া ইয়ামাগামি?

শুক্রবার (৮ জুলাই) সকালে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ওপর বন্দুক হামলাকারী তাৎসুইয়া ইয়ামাগামিকে আটক করা হয়েছে।

তবে তিনি কেন এই হামলা চালালেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। খবর এনএইচকের।

স্থানীয় সময় শুক্রবার সকালে জাপানের প্রধান হোনশু দ্বীপের পশ্চিমের নারা জেলায় এক নির্বাচনী প্রচারে ভাষণ দেওয়ার সময় গুলি করা হয় শিনজো আবেকে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ওই হামলাকারীর নাম তাৎসুইয়া ইয়ামাগামি। তার বয়স ৪২ বছর বলে জানানো হয়েছে।

তিনি আগে জাপানের নৌবাহিনীতে চাকরি করেছেন বলে স্থানীয় পত্রিকাগুলো দাবি করেছে।

তবে বন্দুকধারী ইয়ামাগামি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা না করায় ধারণা করা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তার কোনো বিদ্বেষ থাকতে পারে। অন্য কয়েকটি সূত্র অবশ্য হামলাকারী ওই ব্যক্তির মানসিক অবস্থা সম্পর্কে সন্দেহ পোষণের ইঙ্গিত দিয়েছে।

শিনজো আবে জাপানের সাম্প্রতিক সময়ের রাজনীতিতে সবচেয়ে পরিচিত ব্যক্তিত্ব। প্রায় আট বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি এবং ক্ষমতাসীন এলডিপির সবচেয়ে বড় উপদলের নেতৃত্ব তিনি এখনো দিচ্ছেন। ফলে আবেকে জাপানের রাজনীতিতে অনেকটা কিং মেকার হিসেবে গণ্য করা হয়।