জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি
উত্তর-পশ্চিম জাপানে ৭.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর অঞ্চলটিতে ১ মিটার উচ্চতার সুনামি সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। দেশটির সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পের ফলে ১ মিটার উচ্চতার সুনামি হতে পারে। অঞ্চলটিতে অবস্থানকারী সবাইকে উপকূল থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
জাপানের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার বিকাল ৬টা ২৬ মিনিটে মিয়াগি প্রিফ্যাকচারে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২, এর উপকেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ৬০ কিলোমিটার গভীরে।
টোকিও ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, ফুকুশিমা দাইইটিচ পারমাণবিক কেন্দ্রে কোনো ত্রুটি পাননি। ২০১১ সালে ভূমিকম্প ও সুনামির ফলে ফুকুশিমা দাইইচি পরমাণু দুর্ঘটনায় বৃহৎ পরমাণবিক বিপর্যয় হয়। ওকুমায় অবস্থিত ফুকুশিমা দাইইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রর ছয়টি চুল্লীর (রিয়্যাক্টরের) দু’টিতে বিস্ফোরণ ঘটে, এর পরেই আরও তিনটি রিয়্যাক্টরের আংশিক গলন ও অগ্নিকাণ্ড ঘটে। নিকটবর্তী অঞ্চলের বহু বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।
মিয়ানমারের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের কারণে তোহুকু শিংকানসেন বুলেট ট্রেন যাত্রা বন্ধ রাখা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন