যশোরে কেমিক্যাল দিয়ে পাকানো কলা বিক্রি হচ্ছে দেদারছে!

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে অবাধে কেমিক্যাল দিয়ে পাকানো কলা বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

আর ওই সব কলা খেয়ে বিশেষ করে শিশু-কিশোররা নানাবিধ রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে।

প্রতিদিনই রাজগঞ্জ বাজারে স্থানীয় কলা ব্যবসায়ীরা বিক্রির জন্য কলা উঠান।

অভিযোগে জানা যায়, ওই সকল কলা, কেমিক্যাল দিয়ে পাকানো। কলা ব্যবসায়ীরা কাঁচাকলা গুদামে রেখে তাতে কেমিক্যাল (রাসায়নিক বিষ) স্প্রে করে দ্রুত পাকায় বাজারে বিক্রি করার জন্য।

শনিবার (২০ মার্চ-২০২১) রাজগঞ্জ এলাকার অনেকেই এ প্রতিনিধিকে বলেন- রাজগঞ্জ বাজারের এক শ্রেণির অসাধু কলা ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় কাঁচা কলায় কেমিক্যাল মিশিয়ে পাকায়ে গাছপাকা বলে বিক্রি করছে। এতে ক্রেতা সাধারণ প্রতিনিয়ত ওই সকল কলা কিনে প্রতারিত হচ্ছেন। সেই সঙ্গে ক্ষতিকর কেমিক্যাল দিয়ে পাকানো ওই কলা খেয়ে অনেকে নানাবিধ রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে বলেও জানাযায়।

বিশেষজ্ঞরা বলেন- কেমিক্যাল দিয়ে পাকানো কলা শিশু-কিশোরদের জন্য মারাত্মক ক্ষতিকর। শিশু-কিশোররা বিষযুক্ত কলা খেয়ে কিডনির সমস্যা, হার্ডের সমস্যা, লিভারের সমস্যা এবং ব্লাড ক্যান্সারের মতো মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হতে পারে।
এজন্য ওই সকল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।