জাপানে স্থায়ীভাবে থাকার সুযোগ

বিদেশ থেকে কর্মী নেয়ার জন্য ইমিগ্রেশনের নীতিমালায় পরিবর্তন আনছে জাপান। জাপানে বিদেশি শ্রমিক নেয়ার বিষয়ে কড়াকড়ি থাকলেও নতুন নীতিমালায় তা অনেক শিথিল করা হচ্ছে।

দুই ক্যাটাগরিতে বিদেশ থেকে শ্রমিক নেয়ার অনুমোদন দিয়ে জাপানের মন্ত্রিপরিষদ একটি খসড়া আইনের অনুমোদন দিয়েছে। কর্মী সংকট আছে এমন খাতে নতুন আইন অনুযায়ী কর্মী নেবে দেশটি।

তবে কর্মী নেয়ার ক্ষেত্রে নির্মাণ, কৃষি খামার বা স্বাস্থ্য খাতকে প্রাধান্য দেয়া হচ্ছে। এ জন্য ব্লু কলার ওয়ার্কার যেতে পারবে জাপানে।

দক্ষ শ্রমিকরা একবার ভিসা নিয়ে পাঁচ বছর পর্যন্ত কাজ করতে পারবেন। তবে এ জন্য তাদের জাপানি ভাষা আয়ত্ত করতে হবে। এসব কর্মীরা পরিবারও নিয়ে যেতে পারবে।

এছাড়া উচ্চশিক্ষিত এবং দক্ষ কর্মীদের বেলায় পরিবার-পরিজনসহ জাপানে স্থায়ীভাবে থাকার আবেদনের সুযোগ দেয়া হবে।