ঐকমত্য হলে সংবিধানের আলোকেই গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব

আলাপ আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছাতে পারলে বর্তমান সংবিধানের আলোকেই গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহবায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

শুক্রবার (২ নভেম্বর) বিকেলে আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘যে ঐক্যের কথা আমরা বলছি, সেই ঐক্যবদ্ধভাবে বসলে মন খুলে যদি আমরা আলাপ আলোচনা করি, যে লক্ষ্যগুলো আছে, সংবিধানে আছে, সেটাকে মানতে হবে যে, এই লক্ষ্যগুলো আমরা অর্জন করবো। এখানে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, পরিবারের স্বার্থ না; জাতীয় স্বার্থ, জনগণের স্বার্থ। এই ভিত্তিতে সবকিছুই করা যায়। যেসব ব্যাপারকে লক্ষ্য করে আমরা ঐক্যবদ্ধ হয়ে দাবি করছি, এর বিপক্ষে দাঁড়িয়ে কিছু বলা কঠিন।’