জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক নাদিমের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা

জামালপুরের বকশীগঞ্জে পেশাগত দায়িত্ব পালন শেষে নিজ বাসায় ফেরার পথে সাংবাদিক নাদিমের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে বকশীগঞ্জের কর্মরত সাংবাদিকদের ব্যানারে উপজেলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় উপজেলা প্রেস ক্লাব এর সিনিয়র সহ.সভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, সহ.সভাপতি আ. রাজ্জাক মাহমুদ, সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, যুগ্ন সাধারণ সম্পাদক এসএম আশরাফুল আজম, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আফজাল শরীফ, সাংবাদিক মনিরুজ্জামান লিমন উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ সাংবাদিক নাদিমের ওপর হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল রাত সাড়ে ১০ টায় পেশাগত দায়িত্ব পালন শেষে নিজ বাসায় ফেরার পথে স্থানীয় চিহ্নিত দুর্বৃত্তরা বাংলানিউজ ২৪ ডটকমের জেলা প্রতিনিধি ও ৭১ টেলিভিশনের বকশীগঞ্জ প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমের ওপর হামলা করেন। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।