জামালপুরে চাষ হচ্ছে বিষমুক্ত কুমড়ার
সরকারের সফল উদ্যোগ সারা দেশের ন্যায় কৃষি বিভাগ জামালপুরে বাস্তবায়ন করে যাচ্ছে। জেলার ৭টি উপজেলায় বিষমুক্ত কমুড়ার চাষ শুরু হয়েছে। বাড়ীর আঙ্গিনা থেকে ফসলি জমিতে সারি সারি কুমড়ার ক্ষেত। কৃষি বিভাগ এ কাজে ব্যপক ভাবে সহায়তা করায় বিষমুক্ত কুমড়ার চাষে ঝঁকে পড়েছে। ফলে কুমড়া এখন অর্থকরী ফসলে পরিনত হয়েছে।
জানা যায়, জামালপুর সদর উপজেলার চরাঞ্চল গুলোতে কুমড়া চাষের খ্যাতি রয়েছে। কুমড়া চাষ বৃদ্ধির লক্ষ্যে সরকারি নির্দেশে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে ব্যপক কাজ করায় কুমড়া চাষ বৃদ্ধি পেয়েছে। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে লক্ষীরচর, রায়েরচর, টেবিরচর, কাজিয়ারচর, চর যথার্থপুর, চরগজারিয়া সহ আরো বেশ কয়েকটি এলাকায় বিষমুক্ত সবজি চাষের উদ্যোগ নেয়া হয়েছিল।
এ উদ্যোগের আওতায় এবার বিষমুক্ত কুমড়ার চাষ হয়েছে। সরেজমিনে এ এলাকা গুলো ঘুরে কথা হয় বেশ কয়েকজন কৃষকের সাথে। তার এ প্রতিবেদক কে বলেন কুমড়া চাষের জন্য কেচো কম্পোষ্ট ও গোবর সার প্রয়োগ করা সহ উচ্চফলনশীল বীজ দেয়া হয়েছে। যার জন্যে কুমড়া চাষ ব্যপক আকারে হয়েছে।
এ দিকে সরকারের সফল উদ্যোগ কৃষি বিভাগ মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় ছড়িয়ে দিয়েছে। কৃষি বিভাগের আক্রান্ত প্রচেষ্টার কারণে ডাংধরা,পাররামপুর, হাতীবান্দা, বগারচর, মেরুরচর, বাট্রাজোর, চিনাডুলি, পাথরশী, মহাদান, ভাটারা, কামরাবাদ, পোগলদিঘা এলাকায় কুমড়া চাষ বৃদ্ধি পেয়েছে।এ সব এলাকায় চাষ হচ্ছে বিষমুক্ত কুমড়া।
এলাকার অধিকাংশ কৃষকের সাথে কথা হয় তারা জানান,সরকার কৃষক ও কৃষি শিল্প কে এমন ভাবে সাজিয়েছেন যার জন্যে বিষমুক্ত সবজি চাষ হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন