জামিনে মুক্ত বিএনপি নেতা আমীর খসরু

তথ্যপ্রযুক্তি আইনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

উচ্চ আদালত থেকে জামিন নিয়ে কাগজ আসার পর কারাগার থেকে আজ সোমবার সকালে আমীর খসরুকে মুক্তি দেওয়া হয়। গত ২১ অক্টোবর উচ্চ আদালতের জামিন বাতিল করে তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন চট্টগ্রাম মহানগর হাকিম।

নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের করা আন্দোলনের সময় আমীর খসরু মাহমুদের ফাঁস হওয়া এক অডিও রেকর্ডে উসকানি দেওয়ার অভিযোগে মামলা করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। ওই মামলায় আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন বাতিল করে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।

জেল থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমীর খসরু। তিনি বলেন, ‘মানুষের অংশগ্রহণের কথাকে চিন্তা করে আমরা নির্বাচনে যাচ্ছি। দেশের মানুষ কীভাবে অংশগ্রহণ করতে পারবে, সেটা দেখার বিষয়। দেশের মানুষ কি আদৌ এ নির্বাচনে অংশ নিতে পারবে, নাকি তাদের বাইরে রেখে ক্ষমতা দখলে প্রক্রিয়া চলবে? সেদিকে তো দেশ চলছে এখন। তো দেখা যাক।’