জাহাঙ্গীরনগরে বহিরাগতদের প্রবেশ নিষেধ
স্বামীকে হলে আটকে রেখে বহিরাগত নারীকে পাশের জঙ্গলে ধর্ষণের ঘটনার জেরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (৪ ফেব্রুয়ারি) ধর্ষণকাণ্ডের ঘটনায় জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান উপাচার্য অধ্যাপক নূরুল আলম।
তিনি বলেন, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ও অস্থায়ী দোকানপাট নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অছাত্র ও পোষ্যদের আবাসিক হল থেকে বের হওয়ার নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রচার করা হবে।
হলগুলোতে অবৈধভাবে অবস্থানরত সাবেক শিক্ষার্থীদের আগামী ৫ কর্মদিবসের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারা বের না হলে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ক্যাম্পাসে অনুমোদনহীন অটোরিকশা চলাচল বন্ধ থাকবে।
এর আগে গত শনিবার দিনগত রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে স্বামীকে আটকে রেখে পাশের জঙ্গলে স্ত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে।
ভুক্তভোগীর স্বামী এ ঘটনায় মামলা দায়ের করেন। ঘটনার মূলহোতা মোস্তাফিজুর রহমানসহ অভিযুক্তদের হল থেকে পালাতে সহযোগিতা করায় এএসএম মোস্তফা মনোয়ার সাগর সিদ্দিকী, হাসানুজ্জামানকে ও সাব্বির হোসেন সাগরকে আটক করে আশুলিয়া থানা পুলিশ। তাদের ৩দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এছাড়াও ধর্ষণকাণ্ডে জড়িত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহপরাণ ও মুরাদ হোসেন পলাতক রয়েছেন।
এদিকে জরুরি সিন্ডিকেট সভায় এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীদের সনদ স্থগিতকরণ, বহিষ্কার ও অবাঞ্ছিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করা হয় এবং প্রতিবেদন জমা দিতে ১৫ দিন সময় বেঁধে দেওয়া হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন