জিয়ার মৃত্যুবার্ষিকীতে কুড়িগ্রামে আলোচনা ও দোয়া মাহফিল
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/05/1-39.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুড়িগ্রাম জেলা যুবদল ও ছাত্রদলের আয়োজনে আলোচনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে দাদামোড়স্থ কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয়ে এ পৃথক কর্মসূচি পালিত হয়।
জেলা যুবদলের সভাপতি রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত শহীদ জিয়ার কর্মময় জীবন নিয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা যুবদল সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক টিপু খাঁন, সাংগঠনিক সম্পাদক রজব আলী, সদর থানা যুবদল সভাপতি আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক এ কে এম তাইফুল হক সাজু, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শিমুল সহ যুবদলের নেতৃবৃন্দ।
পরে জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান এর সভাপতিত্বে জেলা ছাত্রদলের আলোচনাসভা অনুষ্ঠিত হয় এসময় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ, সম্পাদক হাসান জোবায়ের হিমেল, যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার আহমেদ সাওন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, আবু সাইদ শিথিল, আসাদুজ্জামান আকাশ সহ সংগঠনের নেতৃবৃন্দ।
পরে বৈশ্বিক মহামারী করোনার হাত থেকে সকলকে রক্ষা ও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠত হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন